বিহার মডেলে বাংলায় ভোটার তালিকা সংশোধন আগামী মাস থেকেই

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া

নির্বাচন কমিশন থেকে সবুজ সঙ্কেত পেলে চলতি মাসের শেষে অথবা আগামী মাসেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন শুরু করতে প্রস্তুত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্বাচন কমিশন সুত্রে তা নিশ্চিত করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ও তৃণমূলের দাবী উপেক্ষা করেই ভোটার তালিকা নিয়ে এই বিশেষ সিদ্ধান্ত কার্যকর করতে চায় কমিশন। কার্যত কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে রোল মডেল করে ইতিমধ্যেই বিহারে ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এর কাজ চালু করেছে নির্বাচন কমিশন। ঠিক একইভাবে ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার এই বিশেষ প্রক্রিয়া শুরু করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

এরাজ্যে শেষবার এই ধরনের রিভিশন হয়েছিল ২০০২ সালে। তাই ২০০২ সালকে বেস ইয়ার বা ভিত্তি ধরে নিয়ে এই বিশেষ রিভিশনের কাজ শুরু করতে চায় কমিশন। প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও নতুন করে ভোটার তালিকা সংশোধন করে প্রায় ৫ হাজার ৮৪০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছিল কমিশন। তবে তিন হাজারের বেশি ভোটারের নাম নতুনভাবে যুক্ত হয়। মূলত, নতুন প্রজন্মের ভোটার, ভোটারদের স্থানান্তর, মৃত ভোটার, ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর ইত্যদি নানা কারণে এই সংযোজন ও বিয়োজন হয় ভোটার তালিকায়।

একইভাবে বিহারের আসন্ন নির্বাচনেও ভোটার তালিকার এই বিশেষ রিভিশন করার কাজ চলছে। এবার কমিশনের পাখির চোখ আগামী বছরে নির্বাচন হতে চলা পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যেও। এমনকি ভোটার তালিকা এই স্পেশাল ইনটেন্সিভ রিভিউ করতে গিয়ে যদি কোন বুথ লেভেল অফিসার বা সমীক্ষকরা কোনোভাবে আক্রান্ত হন সে ক্ষেত্রে সরাসরি অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করার অধিকার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে।

ইতিমধ্যেই বাংলায় এই স্পেশাল রিভিশন করা নিয়ে আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসির মত ভোটার তালিকাতেও এই বিশেষ কর্মসূচীর নামে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ করছে নির্বাচন কমিশন বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে বিজেপির এজেন্ট বলে সমালোচনা করেছেন মমতা।

15:20