রাজ্যসভাতে পেশ ওয়াকফ সংশোধনী বিল

Published By Subrata Halder on 3rd April 2025 at 02:32pm

বঙ্গবার্তা ব্যুরো,
বৃহস্পতিবার বেলা একটা নাগাদ রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পেশ হলো। কেন্দ্রীয় সংখ্যলঘু বিষ্যক মন্ত্রী কিরণ রিজেজু এই বিল পেশ করেন। প্রাথমিক ভাবে বিলের ওপর আলোচনার জন্য ৮ ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। বুধবার রাত প্রায় দূটো নাগাদ এই বিল লোকসভায় ভোটাভুটির মাধ্যমে পাশ হয়। বিলের সমর্থনে ভোট দেন ২৮৮ জন আর বিপক্ষে ২৩২ জন। রাজ্যসভায় এই বিল পাশ করাতে দরকার ১১৯ জন সাংসদের সমর্থন।
রাজ্যসভায় কংগ্রেস সহ সব বিরোধী দলই এই বিলের বিরুদ্ধে ভোট দেবেন বলেই জানা গেছে। সনিয়া গান্ধী এদিন রাজ্যসভায় অভিযোগ করেছেন লোকসভায় সংখ্যার জোরে বুলডোজার চালিয়ে বিল পাশ করানো হয়েছে।
রাজ্যসভায় এখন ২৪৫ জন সদস্য আছেন। শাসক এন ডি এ জোটের রয়েছে ১২৫ জন সদস্য। এছাড়াও আছেন ৬জন মনোনীত সদস্য। তারা বিল সমর্থন করবেন বলেই মনে করা হচ্ছে। বিল পাশ করাতে দরকার ১১৯ টি ভোট। লোকসভার মতো রাজ্যসভাতেও বিল নিয়ে আলোচনায় উত্তপ্ত হয়ে উঠতে চলেছে। তবে বিল রাজ্য সভায় পাশ হবে আশা বিজেপির

11:07