Upload By K. Halder at 10th March 2025, 08:30 PM
বঙ্গবার্তা ব্যুরো,
হৃত্বিক রোশন মানেই তাঁর ভক্তদের কাছে অন্যরকম উন্মাদনা।প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস জানিয়েছে যে, তাদের বহুল প্রতীক্ষিত ছবি স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’ মুক্তি পেতে চলেছে ১৪ অগাস্ট।এই ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জুনিয়র এন টি আরকে। থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবানীও।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন হৃতিক রোশন। তিনি ‘ওয়ার ২’-এর প্রিক্যুয়াল ‘ওয়ার’-এও ছিলেন। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে। আর এবার এই ছবির সিক্যুয়েলে আসছেন জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। সিনেমাটির বাজেট প্রায় ২০০ কোটি টাকা। তবে এই সিনেমায় ঋত্বিক রোশনকে নাকি কম পারিশ্রমিক নিচ্ছেন!
ফাইটারের জন্য ঋত্বিক পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি টাকা। তবে তার থেকে একটু কমিয়ে মাত্র ৪৮ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। খলনায়কের ভূমিকায় অভিনয় করা জুনিয়ার এনটিআর এই সিনেমার জন্য ৩০ কোটি টাকা নিচ্ছেন। এই সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবানী পারিশ্রমিক নিচ্ছেন ১৫ কোটি টাকা।
‘ওয়ার ২’ ছাড়াও এই স্পাই ইউনিভার্সে ব্যানারে আসবে শাহরুখ খানের ‘পাঠান ২’, সলমন ও শাহরুখ অভিনীত ‘টাইগার বনাম পাঠান’। বর্তমানে বলিউড অভিনেতা হৃত্বিক রোশন কৃষ ৪ নিয়েই ব্যস্ততায় রয়েছেন।কারণ এই সিনেমা নির্দেশনার দায়িত্বেও কিন্তু তিনি নিজেই রয়েছেন।আর তা নিয়ে কিন্তু অনুগামীদের মধ্যে রয়েছে ব্যাপক উত্তেজনা।