বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের পর কিইভের জন্য মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছিল হোয়াইট হাউস।এবার কিইভের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানও বন্ধ ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা একথা নিশ্চিত করে জানিয়েছেন।এই গোয়েন্দা তথ্য আদান-প্রদান আংশিক না পুরোপুরি বন্ধ করা হয়েছে এবং কতদিন তা বহাল থাকবে তা এখনও স্পষ্ট নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ সাংবাদিকদের বলেছেন, “আমরা ইউক্রেনের সঙ্গে তথ্য আদান-প্রদান বন্ধ করেছি। যুক্তরাষ্ট্র প্রশাসন ইউক্রেনের সঙ্গে এই সম্পর্কের সব দিক পর্যালোচনা করে দেখছে।”
২০২২ সালে ইউক্রেইন যুদ্ধের প্রথম পর্যায় থেকেই আমেরিকা কিইভের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভ অনেকাংশেই ওয়াশিংটনের সহায়তার ওপর নির্ভরশীল। এই পর্যায়ে এভাবে মার্কিন সামরিক সাহায্যের পাশাপাশি তথ্যও বন্ধ হয়ে যাওয়ায় চলমান যুদ্ধে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা আপাতত থামাবার পর করার পর মঙ্গলবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বলিষ্ঠ নেতৃত্বের’ সঙ্গে কাজ করার কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বলেছেন, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাগ্বিতণ্ডা হওয়াকে ‘অনুতাপের’ বলেও উল্লেখ করেছেন জেলেনস্কি।
সামরিক সহায়তার পর ইউক্রেনে এবার গোয়েন্দা তথ্য দেওয়াও বন্ধ করল ওয়াশিংটন
