বঙ্গবার্তা ব্যুরো,
সোমবার থেকেই রাজ্য বিধানসভায় দফাওয়ারি বাজেট অধিবেশন শুরু হচ্ছে। দফা ওয়ারি বাজেটের মাঝেই বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সূত্রে খবর, ওই দিন সভায় প্রশ্নোত্তর পর্বের শেষে পঞ্চায়েত দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পঞ্চায়েত নিয়ে আলোচনায় উপস্থিত থাকলেও সেই আলোচনায় যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বৃহস্পতিবার পর্যন্তই সূচি প্রকাশ করা হয়েছে। সেই সুচি অনুসারেই ওইদিন পঞ্চায়েত দফতর নিয়ে আলোচনা আড়াই ঘন্টার। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীণ ভোটারদের কাছে পৌঁছতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পঞ্চায়েত দফতরের মাধ্যমে ১২ লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করে দিচ্ছে রাজ্য। যেটা ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড় অস্ত্র হতে চলেছে। এছাড়া এবার বাজেটে এই পঞ্চায়েত দফতরের জন্যই রেকর্ড বরাদ্দ করা হয়েছে। তাই মুখ্যমন্ত্রী এই দফতর নিয়ে আলোচনায় সরাসরি অংশগ্রহণ করলে বিশেষ গুরুত্ব পাবে।
তাছাড়াও মুখ্যমন্ত্রী বিধানসভায় যাওয়া মানেই একাধিক ছোটখাটো বিষয় নিয়ে বৈঠক করেন, যতদূর জানা যাচ্ছে এবার ওই বিধানসভায় ক্যাবিনেট বৈঠকের দিন একাধিক জেলাকে নিয়েও বৈঠক করতে পারেন তিনি। বিধানসভাতেই মন্ত্রীসভার
বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় পঞ্চায়েত দফতরের আলোচনার পরেই মন্ত্রিসভার বৈঠক
