ইস্ট বেঙ্গলকে পুনর্জীবন মন্ত্র দিলেন মুখ্যমন্ত্রী

Upload By K. Halder at 24th April 2025, 08:26 PM

বঙ্গবার্তা ব্যুরো,
কোন উপায়ে সাফল্যের রাস্তায় ফিরতে পারবে ইস্টবেঙ্গল, ক্লাবের শতবর্ষে তা বাৎলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস নিয়ে তৈরি তথ্যচিত্রের উদ্বোধনে এসে তিনি বলেন, ক্লাবও যেন বিনিয়োগকারী সংস্থা ইমামিকে সাহায্য করে। তাদের যেন সঠিক পরামর্শ দেন ক্লাবকর্তারা। কী ভাবে ভাল দল গড়তে হবে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী উদাহরণ দেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবারের।
রবীন্দ্র সদনে গৌতম ঘোষের নির্মিত তথ্যচিত্র শতবর্ষে ইস্টবেঙ্গল এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তার একটা ক্ষোভ আছে। ইমামি ক্লাবকে অনেক সাহায্য করছে। কিন্তু এগোতে গেলে ভাল ফুটবলার লাগে। এখানেই আমি ক্লাবকে বলব, আপনারা সঠিক পরামর্শ না দিলে ওরা এগোবেন কী করে? সবচেয়ে কষ্ট পাচ্ছেন তো সমর্থকেরা। ক্লাবকর্তাদেরও এগোতে হবে। আমার মনে হয় না ইমামি সাহায্য করছে না। ওরা তো টাকা দিচ্ছে। কিন্তু তার বদলে ওদের ট্রফিটা তো দিতে হবে। অন্তত সেই চেষ্টা করতে হবে।
অভিষেকের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সাফল্যের উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হারবার আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। মমতা বলেন, শুধু টাকা ঢাললে হবে না। বুদ্ধি করে দলটা তৈরি করতে হবে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের উদ্দেশে বলেন আপনারা দলটা ভাল করে করছেন না কেন? ডায়মন্ড হারবারকে দেখে শিখুন। ওদের দেখে বুঝুন, কেমন বুদ্ধি খাটিয়ে দল গড়েছে। ইস্টবেঙ্গলের কর্তারাও আগে থেকে ভাবুন, কাদের নেবেন। এক বছর ধরে পরিকল্পনা করুন। কঠোর সিদ্ধান্ত নিন। আগামী বছর যেন আর ব্যর্থতা না আসে।
মোহনবাগান এবং মহমেডানের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, মোহনবাগানের টাকার সমস্যা নেই। সঞ্জীব গোয়েন‌কা দেখছেন। ওর টাকার অভাব নেই। মহমেডানকেও বলেছিলাম, তোমরা আইএসএল কেন খেলবে না। ওরা নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিয়েছে। বাকিরা পারলে ইস্টবেঙ্গল পারবে না কেন? প্রশ্ন রাখেন মুখ্যমন্ত্রী।
এ দিন অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের মহিলা দলকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। এই বছর মহিলাদের আইএসএল জিতেছে ইস্টবেঙ্গল। তাদের সাফল্যে ক্লাবকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেন মমতা।
রাজারহাটে একটি জমি ফুটবল স্টেডিয়াম করার জন্য রাজ্য সরকার দিয়েছিল। কিন্তু আইনি জটে তা আটকে যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নির্দেশ দেন ওই জায়গায় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার। ইতিমধ্যেই এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডুমুরজলায় সিএবি-কে মাঠ তৈরি করার জন্য জমি দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার উপযুক্ত জমি নেই। সেই কারণে ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করার নির্দেশ দিয়েছেন মমতা।

08:08