ইস্টবেঙ্গলের দূরবস্থা নিয়ে খোঁজ মুখ্যমন্ত্রীর, খুশি অন্য দুই ক্লাব নিয়ে

Upload By K. Halder at 24th April 2025, 08:21 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে নির্মিত তথ্যচিত্র ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’-এর উদ্বোধনে এসে ক্লাব কর্তাদের একপ্রকার ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্র সদনের মঞ্চে উঠে তথ্যচিত্রের উদ্বোধন করেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই ক্লাব কর্তাদের উদ্দেশে প্রকাশ্যেই প্রশ্ন ছুড়ে দেন আপনারা টিমটা ভাল করছেন না কেন। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার সব ক্লাব এখন আইএসএল খেলছে। মোহনবাগান তো দারুণ টিম বানিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল কেন যে ভাল করে টিমটা করছে না! ভাল খেলতে গেলে তো ভাল টিম দরকার। আমি গাড়িতে আসতে আসতে এই কথাটা কর্তাদের জিজ্ঞাসা করলাম।
চলতি মরশুমে একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গলের সিনিয়র পুরুষ দল। আইএসএল-এ নবম স্থানে শেষ করে সুপার কাপে কেরালার কাছে হেরে ছিটকে পড়ে তারা। এখনও পর্যন্ত মরশুম জুড়ে ট্রফি শূন্য লাল-হলুদ ব্রিগেড। তবে একমাত্র সান্ত্বনা তাঁদের মহিলা দল, যারা প্রথমবার ইন্ডিয়ান উইমেনস লিগে খেলেই চ্যাম্পিয়ন হয়েছে। সৌম্যা এলশাদাইদের সেই সাফল্যকে তারিফ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে ট্রফি তুলে দেন।
তবে দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে ক্ষোভ গোপন করেননি মুখ্যমন্ত্রী। বলেন, আমার একটা ক্ষোভ আছে। ক্ষোভ বলব না ঠিক। শুধু টাকা ঢাললেই তো আর ভাল দল হয় না, খুঁজে বার করুন। বাংলার গ্রামে গ্রামে গেলেই ভাল ফুটবল খেলোয়াড়দের পাওয়া যায়।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মোহনবাগান ক্লাবের পরিচালন ব্যবস্থার প্রশংসাও করেন। বলেন, মোহনবাগান যথেষ্ট চালাক। তারা বুদ্ধি খরচ করে খেলোয়াড় বেছে নেয়। ফলস্বরূপ তারা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। একইসঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাবের ও প্রশংসা করেন তিনি।
ক্লাব কর্তাদের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধু অর্থ নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনার বুদ্ধিটা খরচ করুন। তার উপদেশে ক্লাবের হাল ফেরে কি না তাই দেখার।

02:10