Upload By K. Halder at 25th April 2025, 05:05 PM
বঙ্গবার্তা ব্যুরো,
এপ্রিল পড়তেই রাজ্যে উষ্ণতার পারদ যেমন চড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। গ্রীষ্মের শুরুতেই এই দাবদাহে, বৃহস্পতিবার রাতে রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল দশ হাজার ৯০ মেগাওয়াট। যা এপ্রিল মাসে বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। বিদ্যুৎ বণ্টন নিগম সূত্রে খবর, ২৪ শে এপ্রিল রাত ১১টা নাগাদ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অধীন অঞ্চলে এই চাহিদার পরিমাণ রেকর্ড করা হয়।
গত বছর ১৬ জুন রাজ্যের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা উঠেছিল ১০,৫০৭ মেগাওয়াটে, যা স্বাধীনতা-পরবর্তী কালে সর্বাধিক ছিল। তবে চলতি বছর এপ্রিলেই সেই রেকর্ড ছোঁয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে। বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক বলেন, এপ্রিলেই যখন চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়াচ্ছে, তখন মে-জুনে তা ১১ হাজার ছুঁয়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে কোনও ঘাটতি নেই, বলে তিনি দাবী করেন।
বিদ্যুতের এই বেড়ে চলা চাহিদা সামলাতে রাজ্য সরকার সক্রিয়। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিসপ্তাহে দু’বার বৈঠক করছেন বিদ্যুৎ সচিব ও দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। লক্ষ্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা। বিদ্যুৎ দফতর সূত্রের খবর, রাজ্যের প্রতিটি জেলার লোড ম্যানেজমেন্টে নজর রাখা হচ্ছে। কোথাও যাতে ওভারলোডিং বা বিচ্ছিন্নতা না ঘটে, তা নিয়মিত মনিটর করা হচ্ছে।
শহর কলকাতায়ও বিদ্যুতের চাহিদা নেহাত কম নয়। বৃহস্পতিবার সিইএসসি এলাকায় সর্বোচ্চ চাহিদা উঠেছিল ২৫০৭ মেগাওয়াটে। বেসরকারি বিদ্যুৎ সংস্থাও তৎপর, নিজেদের উৎপাদন কেন্দ্রগুলি সম্পূর্ণ ক্ষমতায় চালাচ্ছে।
বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের কথায়, এইভাবে তাপপ্রবাহ চললে গত বছরের রেকর্ড টপকাতে আর বেশি দেরি নেই। তবে বিদ্যুত দফতর ও প্রস্তুত।