যাত্রা শুরু ওয়েস্টবেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের

বঙ্গবার্তা ব্যুরো,
তিনট ব্যাঙ্ক একত্রিত হয়ে গড়ে উঠলো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক । চলতি মাস থেকেই নতুন এই ব্যাঙ্ক কাজ করা শুরু করেছে। বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যঙ্ক বা বিজিভিবি ,পশ্চিমবঙ্গ গ্রামীন ব্যাংক বা পিবিজিবি এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংক বা ইউবিকেজিবি এই তিন ব্যাঙ্কের সংযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাঙ্ক । নতুন ব্যাঙ্কের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন একে গোয়েল।
নতুন এই ব্যাঙ্কের সম্পদ বা ব্যবসার মোট পরিমাণ ৫১ হাজার ৫৩৬ কোটি টাকা। এর মধ্যে আমানতের পরিমাণ ৩৩ হাজার ৩৮ কোটি। ঋণের পরিমাণ ১৮ হাজার ৪৯৮ কোটি টাকা।
এই ব্যাঙ্কের ১৮টি আঞ্চলিক কেন্দ্র ৯৬০টি শাখা এবং ৪৪২১টি গ্রাহক পরিষেবার মাধ্যমে কাজ চালাচ্ছে। ব্যাঙ্ক কর্তারা জানিয়েছেন তারা ক্ষুদ্র ঋণ, এমএসএমই ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে সহজ শর্তে ঋণ দেবে। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে তারা অবদান রাখতে পারবেন। গ্রামীন মানুষও নিজেদের উদ্যোগ গড়ে তুলতে পারবেন। নতুন ব্যাঙ্কে সমস্ত রকম আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে।

22:23