ডিগ্রি জাল মেডিক্যাল কাউন্সিল থেকে বহিষ্কৃত শান্তনু সেন:

বঙ্গবার্তা ব্যুরো,

জাল বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগে, পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে দুবছরের জন্য বহিষ্কার করা হলো চিকিৎসক শান্তনু সেনকে।দুবছর প্র্যাকটিস ও করতে পারবেন না তিনি।তার বিরুদ্ধে বিদেশ থেকে ভুয়া ডিগ্রি আনার অভিযোগ ছিল।তদন্ত করে তার ডিগ্রি ভুয়া প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে তাকে দুবছরের জন্য সাসপেন্ড করল মেডিকেল কাউন্সিল।


কোনো রোগীও দেখতে পারবেন না তিনি । ডিগ্রি নিয়ে ধোঁয়াশা থাকার জন্য ডাক্তার শান্তুনু সেনকে নোটিস করেছিল মেডিক‌্যাল কাউন্সিল।শান্তুনু সেনের প্রফেশনাল লেটারহেডে এফআরসিপি গ্লাসগো, ডিগ্রি ব‌্যবহার করা হলেও তা মেডিক‌্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভুক্ত নয়।


ইন্ডিয়ান মেডিক‌্যাল কাউন্সিল অ‌্যাক্ট এর ২৬ নং ধারা অনুযায়ী যে কোনও ডিগ্রি মেডিক‌্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভুক্ত করা বাধ‌্যতামূলক। প্রমাণ হিসেবে মেডিক‌্যাল কাউন্সিলের সদস‌্যদের কাছে যে সার্টিফিকেট শান্তনু দেখিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে আদতে ডাক্তার সেনের সার্টিফিকেটে ডিপ্লোমা অফ ফেলোশিপ এফআরসিপি গ্লাসগো লেখা রয়েছে।


কিন্তু লেটারহেডে কোথাও লেখা নেই এই ডিপ্লোমা অফ ফেলোশিপের বিষয়টি।
লেটারহেডে কোথাও লেখা নেই ডিপ্লোমা অফ ফেলোশিপ এফআরসিপি, গ্লাসগো। তার জায়গায় শুধুমাত্র লেখা আছে এফআরসিপি গ্লাসগো, আর এ থেকেই চিকিৎসকরা নিশ্চিত হন আসলে সার্টিফিকেট টি ভুয়া।

02:07