Upload By K. Halder at 12th March 2025, 05:29 PM
বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্যের বেশ কিছু জায়গায় চলছে প্রতিবাদ আন্দোলন।কেন্দ্রের ওয়াকফ বিলের বিরুদ্ধে এই প্রতিবাদ। এই বিক্ষোভ আন্দোলেনের জেরে রাজ্যের দু একটি জেলায় ছড়িয়ে পড়েছে হিংসা। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এবং এডিজি জাভেদ শামিম শনিবার ভবানিভবনে সাংবাদিক বৈঠকে এই প্রতিবাদ আন্দোলন নিয়ে কড়া বার্তা দিয়েছেন। ডিজি রাজীব কুমার বলেন কেউ গুজবে কান দেবেন না , গুজব ছড়াবেন না। সাধারণ মানুষকে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। সেনা বাহিনীর কথা উল্লেখ করে তার বক্তব্য সেনা যা পারে, পুলিশ সেই কাজ করতে পারে না। পুলিশ ট্রিগার হ্যাপি নয়। কিন্তু প্রয়োজনে যে কোনও রকম কঠোর পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।
রাজীব কুমার বলেন আগুন এবং সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলবেন না। যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ প্রান দিয়েও যে কোনও রকম পরিস্থিতির মোকাবিলা করবে, কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। কোনও রকম হিংসা, গুন্ডামি বরদাস্ত করা হবে না। মানুষের জীবন, সম্পদ রক্ষা করা পুলিশের কর্তব্য। সেই জন্য যেখানে যতটুকু প্রয়োজন পুলিশ পদক্ষেপ করেছে। পুলিশের সংযমকে কেউ যেন দুর্বলতা না ভাবে বলে মন্তব্য করেন ডিজি রাজীব কুমার।
এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন রাজ্যে গুজব তৈরির কারখানা চলছে। এখনও পর্যন্ত ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছেন। জাভেদ শামীম বলেন, মুর্শিদাবাদে মানুষের মনে ভয় ঢুকে গেছে। এটা সহজে যাওয়ার নয়। এ ব্যাপারে পুলিশের পাশাপাশি সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সকলকেই শান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন তিনি।