বঙ্গবার্তা ব্যুরো,
বাংলায় শিল্পায়নে গতি আনতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই পশ্চিমবঙ্গে রাজ্য স্তরে শিল্প সমন্বয় কমিটি বা স্টেট লেভেল ইন্ডাস্ট্রি সিনার্জি কমিটি গঠনের কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়।মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কার মত শিল্পপতিদের সামনেই এই ঘোষণা করেন তিনি। জানান সেই কমিটির নেতৃত্ব দেবেন মুখ্য সচিব। শিল্পায়নের জন্য অনেক রাজ্যই সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করেছে।এই বাংলাতেও যাতে লগ্নিকারীদের সরকারের দরজায় দরজায় ঘুরতে না হয় এবং শিল্পায়নের গতি আরও ত্বরান্বিত হয় সেদিকে লক্ষ্য রেখেই সিনার্জি কমিটি গঠনের কথা জানান তিনি।
নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই করতালির ঢেউ ওঠে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই কমিটি সমন্বয় করবে সব দফতরের সঙ্গে।সিঙ্গল উইন্ডো সিনার্জির কাজ হবে বৃহত্তর যা শিল্পবান্ধব পরিস্থিতি আরও মজবুত করবে।বিনিয়োগের জন্য ছাড়পত্র দিতে যাতে সময় না লাগে সে জন্য দমকল, পরিবেশ, ভূ রাজস্ব, অর্থ, আবাসন, শিল্প সব দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এই কমিটি।অর্থাৎ এই সমন্বয় কমিটির কাজ হবে শিল্প মহলের চাহিদা ও প্রয়োজন বুঝে পদক্ষেপ করা।