জাতীয় গেমসে বাংলা

West Bengal's Participation in the 38th National Games

বঙ্গবার্তা ব্যুরো,


চলতি মাসের ২৮ শে জানুয়ারি উত্তরাখণ্ড রাজ্যে শুরু হচ্ছে ৩৮ তম জাতীয় গেমস। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা থেকে এবার জাতীaয় গেমসে ৩১৪ জন প্রতিযোগী অংশ গ্রহণ করছে। তাদের মধ্যে বালক বিভাগে ২০০ জন ও বালিকা বিভাগে ১১৪ জন নির্বাচিত হয়েছে গেমসে বাংলার প্রতিনিধিত্ব করার ।


আজ নেতাজী ইনডোর স্টেডিয়ামে বেঙ্গল অলিম্পিক আ্যসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, জহর দাস সাংবাদিক সম্মেলনে, বলেন মোট ২৫ টি ডিসিপ্লিনের মধ্যেই ৮টি ইভেন্টে রাজ্য স্তরে বাংলার প্রতিশ্রুতি মান ক্রীড়া প্রতিযোগী যোগদান করবে। ৩৯৫ জন বাংলা থেকে সেখানে যাচ্ছেন। এছাড়াও কোচ এবং কর্মকর্তারাও রয়েছেন। বাংলা দলের শেফ দ্য মিশন হয়েছেন বিশ্বরূপ দে। ডেপুটি হিসেবে রয়েছেন অনিমেষ রায়। সব মিলিয়ে বাংলা দল উত্তরাখন্ডে শীঘ্রই যাচ্ছে।

সেখানে নয়টি স্থানে একযোগে চলবে এই জাতীয় স্তরের প্রতিযোগিতা। যদিও এই মুহূর্তে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। রাজ্য সরকারের তরফেও উদ্যোগ বজায় রয়েছে। রাজ্যের জন্য সোনার পদক জয়ীদের ৩ লাখ টাকা, রূপো জয়ীদের ২ লাখ ও ব্রোঞ্জ জয়ীদের এক লাখ টাকা আর্থিক সাহায্যের কথাও আগাম ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।