২৭ রানে ইনিংস শেষ ওয়েস্টইন্ডিজের, লজ্জায় মাথা হেঁট ক্লাইভ লয়েডের

ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট

বঙ্গবার্তা ব্যুরো,
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মাত্র ২৭ রানেই ইনিংস শেষ ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকেট দুনিয়ায় টেস্ট ম্যাচে দ্বিতীয় কম রানে অলআউট হওয়ার নজির এই ইনিংস। সাম্প্রতিক সময় ক্যারিবিয়ানদের এমন লজ্জাজনক পারফরম্যান্সে রীতিমত মাথা হেঁট তাদের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদেরও।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর, আরেকটু হলে সর্বনিম্ন স্কোরও হতে পারত। এমনিতেই টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ও বোলাররা এই ফরম্যাটে এত বেশি করে জোর দিয়েছেন যে, তারা ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপ খেলার যোগ্যতাটুকুও অর্জন করতে পারেননি সম্প্রতি। এরই মধ্যে টেস্টে এই বিপর্যয়।

দলের পরিস্থিতিতে অত্যন্ত বিরক্ত ১৯৭৫ এবং ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান অধিনায়ক ক্লাইভ লয়েড। গোলাপি বলের এই টেস্টে অস্ট্রেলিয়া একটি মিস ফিল্ড করায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৭ রানে পৌঁছে ছিল, নাহলে আরও কম রানেই তাদের বেঁধে ফেলতে পারতো অজিরা।

ওয়েস্ট ইন্ডিজের এমন জঘন্য পারফরম্যান্সের পর টনক নড়েছে সে দেশের ক্রিকেট বোর্ডের। ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা এবং ভিভ রিচার্ডসের সঙ্গে বোর্ড যোগাযোগ করে একটি জরুরি বৈঠকের জন্য। ক্যারিবিয়ান বোর্ড সূত্রের খবর এই হারের পেছনে কারণ অনুসন্ধান করতেই এই বৈঠক ডাকা হয়েছে।

ক্যারিবীয় ক্রিকেটের এই দুর্দশা কাটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ক্লাইভ লয়েড। তিনি বলেন, বোর্ডকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তৃণমূল স্তর থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত সব দিকগুলো খতিয়ে দেখতে হবে। ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যদি দেখা যায়, তবেই বোঝা যাবে বিষয়টি । ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট একটা প্রতিষ্ঠান। এই এলাকার মানুষকে এত কিছু দিয়েছে এই খেলা, তাই কীভাবে ফের খেলার উন্নতি করা যায় সেটাই দেখতে হবে।

লয়েড বলেন তিনি সবসময়ই সাহায্য করতে প্রস্তুত। কোন কাজগুলো করলে উন্নতি হওয়া সম্ভব, সেই সব নিয়েই আলোচনা হবে। টিবেবপ্রায় ১০০ বছর হয়ে গেছে আমরা টপ ক্লাস ক্রিকেট খেলছি, তাই এমন পারফরম্যান্স মেনে নেওয়া যায় না, বলে হতাশা প্রকাশ করেন লয়েড।

ব্যাটিংয়ের ক্ষেত্রে ক্যারিবীয়দের মানসিকতার ব্যাপক বদল প্রয়োজন বলে মনে করছেন লয়েড। তিনি বলেন, দলের আরও কয়েকটা ল্যারি গোমসের মতো ব্যাটার দরকার।

03:47