হঠাৎ কি এমন হলো যে পাল্টে গেল বলিউড নায়ক শাহরুখ খান !

Published By Subrata Halder, 04 June 2025, 09:06 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
মেয়ে সুহানা খানের সঙ্গে কিং নামের সিনেমায় অভিনয় করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমাটি নিয়ে খবরের যেন শেষ নেই। প্রায় প্রতিদিনই নানা কারণে আলোচনায় রয়েছে কিং। জানা যাচ্ছে,এই সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকনকে। সত্যি কথা বলতে কিং ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।
এরমধ্যেই নতুন করে আগ্রহ বাড়িয়ে দিয়েছে দুটি ছবি। সেখানে একদম ভিন্ন লুকে দেখা গেছে শাহরুখকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবিগুলো। অনুমান করা হচ্ছে, ‘ পাঠান খ্যাত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় ভয়ানক এক গডফাদার চরিত্রে দেখা যাবে কিং খানকে।
মঙ্গলবার চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল দুটি ছবি শেয়ার করেছেন তার ভেরিফায়েড আইডি থেকে। যার একটিতে দেখা যাচ্ছে, ছোট চুলে কালো টিশার্ট পরা শাহরুখ, শক্তিশালী পেশি আর চোখে সানগ্লাস। অন্য একটি ছবিতেও ছোট চুলে দেখা গেছে কিং খানকে।
মুখে চুরুট, ধোঁয়া উড়িয়ে হেঁটে চলেছেন। ছবিগুলো শেয়ার করে সুমিত কাদেল লিখেছেন, ট্রেড মহলে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে এটা হয়তো শাহরুখ খানের কিং ছবির লুক হতে পারে। কিন্তু সত্যি বলতে, আমার কিছুটা সন্দেহ আছে। কারণ আমরা সবাই জানি শাহরুখ তার চুল কতটা ভালোবাসেন! চলুন দেখি শেষমেশ বিষয়টা কীভাবে সামনে আসে।
সুমিত কাদেলের সেই পোস্টে শাহরুখের লুক দেখে রীতিমতো চমকে গেছেন অনুরাগীরা। অধিকাংশ অনুরাগী এই দুর্ধর্ষ লুকে মাত হয়েছেন।
তবে অনেকে মনে করছেন ছবিগুলো এআই প্রযুক্তি দিয়ে তৈরি। এমন লুকে কিং ছবিতে দেখা যাবে না শাহরুখকে।
ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়া আরও দেখা যাবে রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি প্রমুখদের। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।