বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
বুধবার থেকে শুরু হচ্ছে ম্যাঞ্চেস্টারে ভারত ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট। এই ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ম্যা ঞ্চেস্টারে মঙ্গলবার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরও আশার কথা শোনাতে পারেননি। তাঁদের পূর্বাভাস অনুযায়ী, চতুর্থ টেস্ট শুরু থেকেই বৃষ্টিবিঘ্নিত হতে পারে। বুধবার ম্যাচের প্রথম দিন ম্যাঞ্চেস্টারের আকাশ থাকবে মেঘলা। সকাল এবং দুপুরের দিকে দু’এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে।
ম্যাঞ্চেস্টারের উইকেটে সাধারণত প্রথম তিন দিন ব্যাটাররা সুবিধা পান। তবে আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, ম্যাচের পাঁচ দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে ম্যাঞ্চেস্টারে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ১৯ ও সর্বনিম্ন ১৩। তাই ক্রিকেটারদের কাছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াও একটা চ্যালেঞ্জ হতে চলেছে।
সাধারণত ম্যাঞ্চেস্টারের উইকেটে প্রথম ইনিংসে গড় রান ওঠে ৩৪০–৩৫০। এই মাঠে এখনও অবধি হয়েছে ৮৬ টেস্ট। প্রথমে ব্যাট করা দল জিতেছে ৩২ টেস্ট। আর প্রথমে ব্যাট করে হারের সংখ্যা ১৭।
ওল্ড ট্র্যাফোর্ডে উদ্বোধন করা হবে ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ার এবং কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডের নামে স্ট্যান্ড এই সম্মান দুই মহাতারকাকে দেবে তাঁদের প্রাক্তন কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার।
বুধবার থেকে শুরু হতে যাওয়া ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টের প্রথম দিনে এই স্ট্যান্ড-নামকরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারে। সেই অনুষ্ঠানে থাকতে পারেন ভারতীয় ক্রিকেটের কর্নেল দিলীপ বেঙ্গসরকার ও বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা।