বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
আগাম কোনও আভাস না দিয়ে টেস্ট থেকে অবসর নিয়েছে বিরাট কোহলি। কিং কোহলির শেষ টেস্টের জার্সি যত্ন করে সাজিয়ে রেখেছেন মহম্মদ সিরাজ। ভারতীয় দল ছাড়াও আইপিএলে আরসিবির হয়ে দু’জনে একসঙ্গে খেলেছেন। তাঁদের মধ্যে গড়ে উঠেছে দাদা-ভাইয়ের সম্পর্ক।
সিডনি টেস্ট শেষ হওয়ার পর কোহলির কাছে তাঁর জার্সিটি চেয়ে নিয়েছিলেন সিরাজ। তখন জানতেন না, কী সংগ্রহ করে ফেলেছেন। জার্সিটিতে সিরাজের জন্য শুভেচ্ছাবার্তা লিখে সই করে দেন কোহলি। যা যত্ন করে সাজানো রয়েছে সিরাজের বাড়ির দেওয়ালে।
অবশেষে অনুশীলন শুরু করেছেন কোহলি। লন্ডনে কোহলির অনুশীলনে সাহায্য করেছেন গুজরাত টাইটান্সের সহকারী কোচ নইম আমিন। ইন্ডোরে নেটে অনুশীলন করেছেন কোহলি। বিরাটের সঙ্গে ছিল গুজরাটের সহকারী কোচ নঈম আমিন।
অ্যান্ডারসন–তেন্ডুলকার ট্রফিতে স্বপ্নের ফর্মে ছিলেন সিরাজ। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ ইস্যুতে সব টেস্ট খেলেননি জসপ্রীত বুমরা। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে খেলেন তিনি। ফলে সিরিজে সিরাজই কার্যত ভারতীয় পেস ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে সিরাজের পারফরম্যান্স ছিল ম্যাচ-জয়ী। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ পুরো ম্যাচে ৯ উইকেট নিয়ে ৬ রানের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন তিনি। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ভারত সমতা ফেরায় ২-২ তে।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২৩ উইকেট নিয়ে ছিলেন দুই দলের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি, আর এই পারফরম্যান্সে উঠে আসেন আইসিসি টেস্ট বোলারদের র্যা ঙ্কিংয়ে ১৫তম স্থানে।