কারা হচ্ছেন মোহন বাগাণের পরিচালক, চমকের পর চমক !

Published by Subrata Halder, 09 June 2025, 10:47 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
কারা আছেন মোহনবাগানের নতুন কমিটিতে ? তা নিয়ে রয়েছে একাধিক চমক।
মোহনবাগানে নির্বাচন যে হচ্ছে না তা এক প্রকার স্পষ্ট। সোমবার দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু দুই গোষ্ঠী মিলেমিশে মনোনয়ন জমা দিলেন।
সচিব সৃঞ্জয় বসু, সহ সচিব সত্যজিৎ চট্টপাধ্যায়, কোষাধ্যক্ষ সন্দীপন বন্দ্যোপাধ্যায়। অর্থ সচিব সুরজিৎ বসু। ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়।টেনিস সচিব পপ রায়। ক্রিকেট সচিব সম্রাট ভৌমিক।মাঠ সচিব শাশ্বত বসু।হকি সচিব- পিন্টু বিশ্বাস। যুব ফুটবল সচিব শিল্টন পাল, সহ সভাপতি হতে পারেন
অরূপ বিশ্বাস, কুনাল ঘোষ, দেবাশীষ মিত্র, সৌমিক বসু, মানস ভট্টাচার্য। সভাপতি হতে পারেন দেবাশিস দত্ত।
সোমবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। যে মনোনয়ন পত্র জমা হল, মঙ্গল এবং বুধবার সেগুলিই খতিয়ে দেখা হবে। ১২ এবং ১৩ জুন সময় রাখা হয়েছে, যদি কেউ মনোনয়ন প্রত্যাহার করে নেন, তার জন্য। তবে তারা এও মনে করিয়ে দিয়েছেন, শুধু মনোনয়ন পত্র জমা পড়েছে। এখনও নির্বাচনের কিছু প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে বাকি।
ক্লাব সভাপতি দেবাশিস দত্ত বলেন, রাজনীতির চাপ আমাদের কাছে আসেনি । মোহনবাগান সমাজের অংশ। সমাজের সব অংশের মানুষ উদ্যোগ নিয়েছিল। অনেক রাজনৈতিক ও রাজনীতির বাইরের মানুষও ছিলেন।
সঞ্জয় ঘোষ কে বাদ দেওয়া প্রসঙ্গে সৃঞ্জয় বসু বলেছেন, এখানে কেউ বাদ যায় না। সব সময় বলে এসেছি এখানে বিজেপি টিএমসি করা ঠিক নয়। আজ শুধু মনোনয়ন হল। এখন কমিটি গঠন হয়নি।
টুটু বসু প্রসঙ্গে দেবাশিস দত্ত বলেন, টুটু দা মোহনবাগানের অভিভাবক। তিনি পদে থাকুন বা না থাকুন সেটা বিষয় নয়। তবে টুটু বসু চেয়ারম্যান পদে আসতে চলেছেন।

05:12