Upload By K. Halder at 22th April 2025, 05:58PM
বঙ্গবার্তা ব্যুরো,
পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর গোটা বিশ্বের নজর এখন তাঁর উত্তরসূরির দিকে। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে জল্পনা। পোপ ফ্রান্সিস ছিলেন একজন সংস্কারমুখী।নির্বাচিত হওয়ার মুহূর্ত থেকেই ফ্রান্সিস স্পষ্ট করে দেন, তিনি পোপ হিসেবে অন্যভাবে কাজ করবেন। তবে এবার নতুন পোপ কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
নতুন পোপ নির্বাচন করতে করা হয় ভোটাভুটি, যা কনক্লেভ নামে পরিচিত। কয়েক শতাব্দী ধরে চলে আসা এক জটিল প্রক্রিয়া মেনে অতিগোপনে নতুন পোপ নির্বাচন করা হয়।এক্ষেত্রে পোপ দ্বারা নিযুক্ত চার্চের উচ্চপদস্থদের একটি দল ভ্যাটিকানে সমবেত হবেন।কনক্লেভে তাঁরা গোপনে নতুন পোপ নির্বাচন করবেন। প্রায় ১৩৫ জন কার্ডিনাল, যাঁদের মধ্যে ২১ জনকে পোপ ফ্রান্সিস গত ডিসেম্বরেই নিযুক্ত করেছিলেন, এই নির্বাচনে ভোট দেবেন।
পোপ নির্বাচনে শুধুমাত্র ৮০ বছরের নিচের কার্ডিনালরাই ভোট দিতে পারেন। কনক্লেভ চলাকালীন কোনো ফোন, ইন্টারনেট, বাইরের যোগাযোগ থাকে না। প্রতিটি কার্ডিনাল গোপন ব্যালটে তাঁদের পছন্দের প্রার্থীর নাম লেখেন। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেই কেউ নির্বাচিত হন। প্রতিটি ভোটপর্বের শেষে ব্যালট পুড়িয়ে দেওয়া হয়।এক্ষেত্রে কালো ধোঁয়া বের হলে মানা হয় যে কোনও সিদ্ধান্ত হয়নি। আর সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত।
এবারের সম্ভাব্য পরবর্তী পোপ প্রার্থীরা হলেন ইতালির পিয়েত্রো পারোলিন, মার্কিন যুক্তরাষ্ট্রের রেমন্ড লিও বার্ক ইতালির মাত্তেও জুপ্পি, ঘানার পিটার টার্কসন, ফিলিপাইনের লুইস ট্যাগলে, হাঙ্গেরির পিটার এর্ডো, ইউক্রেনের মাইকোলা বিচক।গোটা বিশ্বের খ্রিস্টধর্মাবলম্বীরা মনে করে এই নির্বাচন শুধু একজন ধর্মীয় নেতার নির্বাচন নয়, এটি ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ দিকের ও নির্দেশ দেয়।