বঙ্গবার্তা নিউজ ডেস্ক, মুর্শিদাবাদ
ছবি : সংগৃহীত
Published by -Jyotirmay Dutta: Posted January 28.01.2026 at 18:11pm
রিয়েলিটি শো থেকে শুরু, কয়েক বছরের নীরব সাধনা-সুরকার প্রীতম চক্রবর্তীর কাছে কাজ শিখে নিজেকে গড়ে তোলা, সেই তরুণ শিল্পীই পরে হয়ে উঠেছেন ভারতীয় সিনেমার গানের অন্যতম নির্ভরযোগ্য কণ্ঠ-অরিজিৎ সিং। হিন্দি থেকে বাংলা, যে ভাষাতেই গান গেয়েছেন, বেশিরভাগই জায়গা করে নিয়েছে শ্রোতাদের হৃদয়ে। অথচ সেই তিনিই আচমকা সিনেমার প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন।
অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মন খারাপ তার অনুরাগীদের। প্রশ্ন উঠছে-হঠাৎ কেনো এই সিদ্ধান্ত? সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’সিনেমায় অরিজিতের গাওয়া ‘গহেরা হুয়া’ এখনো শ্রোতাদের মুখে মুখে। একইভাবে বাংলা সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে তার গাওয়া ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ গানটিও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তিনি বরাবরই নিজের শর্তে কাজ করেন। এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরাও তার সঙ্গে গান গাইতে জিয়াগঞ্জে তার বাড়িতে ছুটে আসেন। এহেন শিল্পীর চলচ্চিত্রে গান না গাওয়ার সিদ্ধান্তে স্তম্ভিত দেশের সঙ্গীত শিল্পীরা ও সাধারণ মানুষ।

এত জনপ্রিয়তা, সাফল্য, সিনেমার প্লেব্যাক থেকে বিপুল আর্থিক প্রাপ্তি-সবকিছু থাকা সত্ত্বেও কেন এই বিদায়ের সিদ্ধান্ত? অরিজিৎ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সেই উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন,“এমন একটা সিদ্ধান্ত নেব, অনেক দিন ধরেই ভেবেছিলাম। অবশেষে সাহস জোগাড় করতে পেরে ঘোষণা করলাম। সোজাভাবে বলতে গেলে, আমার খুব সহজেই একঘেয়েমি চলে আসে। যে কারণে আমি আমার গানের অ্যারেঞ্জমেন্ট প্রায়ই বদলে বদলে মঞ্চে পারফর্ম করি। সেই কারণে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, নতুন ধরনের সংগীতের খোঁজে নামছি।” তার এই বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে, এই সরে দাঁড়ানো কোনো অভিমান বা বিতর্কের ফল নয়; বরং সৃষ্টিশীল তাগিদ থেকেই নতুন পথ খুঁজতে চান তিনি।
এছাড়াও চলতি বছরে, আগে রেকর্ড করা তার কিছু নতুন গান মুক্তি পেতে পারে বলেও জানিয়েছেন তিনি। ফলে প্লেব্যাক জগৎ থেকে সরে দাড়ালেও, সংগীত দুনিয়ায় অরিজিতের উপস্থিতি যে থাকছেই-তা জেনে স্বস্তি অরিজিৎ ভক্তদের।


