বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে পিঠে ব্যথা হয়েছিল আকাশদীপের। সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আইপিএলের শুরুর দিকেও খেলতে পারেননি বাংলার পেসার। ইংল্যান্ডে গিয়ে একাধিক ক্রিকেটার চোটের কবলে পরেছেন। ধোনির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে তাঁকে ফিটনেস নিয়ে নিজের মতামত জানাতে দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি ভারতীয়দের, বিশেষ করে শিশুদের মধ্যে ফিটনেসের স্তর হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
রাঁচীতে এক অনুষ্ঠানে ধোনিকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। ধোনি বলেন, “এখনকার দিনে তরুণ প্রজন্মের ফিটনেস কমে যাচ্ছে। তার কারণ, শারীরিক পরিশ্রম কম হচ্ছে। এখন কেউ খেলাধুলো করতে চায় না। সেই কারণে গোটা ভারতের তরুণদের ফিটনেস কমছে।দৌড়ঝাঁপ না করলে শরীর ফিট হবে না। সেটা সকলকেই বুঝতে হবে।
৪৪ বছর বয়সেও আইপিএল খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। হাঁটুতে অস্ত্রোপচারের পরেও ২০ ওভার উইকেটের পিছনে দেখা যাচ্ছে তাঁকে। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে খুব কম বারই চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, আইপিএল শেষ হওয়ার পর আপাতত অখণ্ড অবসর কাটাচ্ছেন ধোনি। পরেরবার কি খেলবেন? প্রত্যেক আইপিএলের শেষে এই একই প্রশ্নের মুখে পড়েন তিনি। কিন্তু প্রত্যেকবারই রহস্যময় এক হাসি দিয়ে এমন কিছু বলেন, যা থেকে কোনও কিছু ধারণা করা মুশকিল। কারণ তাঁর নাম ধোনি। ফলে তিনি সব সময় রহস্য রেখে দেন।

