পীযূষ চক্রবর্তী,
কলকাতায় হাতির দাঁত বিক্রি করতে এসে গ্রেফতার চার পাচারকারী। হাজরা মোড় থেকে ওই চারজনকে গ্রেফতার করে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি হাতির দাঁত। ওই দাঁতগুলি বিহার ও ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল।
জানা গিয়েছে, বিহার ও ঝাড়খণ্ড থেকে হাতির দাঁত কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে আগাম খবর ছিল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কাছে। সেই মতো তারা হাজরা মোড়ের কাছে ওত পেতে বসেছিল। কলকাতার কোনও বড় অসাধু ব্যবসায়ীর কাছে ওই হাতির দাঁতগুলি পাচারের উদ্দেশ্য ছিল তাদের। হাজরা মোড়ের কাছে বৃহস্পতিবার রাতে তারা আসা মাত্র পাকড়াও করেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। সূত্রের খবর, আন্তঃরাজ্য পাচার চক্রের ওই গ্যাংটিকে ধরার জন্য দীর্ঘদিন ধরেই খুঁজছিলেন তদন্তকারীরা। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতে সক্রিয় ছিল এই পাচারকারীরা। ওই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, কার কাছে হাতির দাঁতগুলি বিক্রি করতে তারা এসেছিল তার খোঁজ চালাচ্ছেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। হাতির দাঁতের পাশাপাশি ধৃতেরা অন্য বন্যপ্রাণীদের দেহাংশ পাচার করত।
হাজরা মোড় থেকে হাতির দাঁত সহ গ্রেফতার চার পাচারকারী
