এবার আসছে প্রিয়দর্শনের ‘হেরাফেরি ৩’ অক্ষয়, সুনীল,পরেশই কী থাকছেন মুখ্য ভূমিকায়?

Published By Subrata Halder on 3rd April 2025 at 02:25pm

বঙ্গবার্তা ব্যুরো,
কমেডি ঘরানার সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিল ২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরাফেরি’ ছবিটি।প্রিয়দর্শনের পরিচালনায় এই ছবিতে মারকাটারি অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল।অসাধারণ অভিনয়ের মাধ্যমে মানুষকে যে কীভাবে হাসাতে হয়, তা দেখিয়ে দিয়েছিলেন অক্ষয়, সুনীল, পরেশ।বিপুল জনপ্রিয় হয় পরেশ রাওয়াল অভিনীত বাবু ভাইয়া চরিত্রটি।
তবে যখন এই সিনেমা তৈরি হয় তখন তার বিপুল সাফল্য নিয়ে এত নিশ্চিত ছিলেন না পরিচালক।সেটা যে ব্লকবাস্টার হবে, সেই আশা তিনি করেননি।প্রিয়দর্শনের বক্তব্য কারণ সেসময় অক্ষয় কুমার, সুনীল শেট্টি কিংবা পরেশ রাওয়াল কেউই কমেডি ঘরানার ছবিতে কাজ করতেন না।তবে মানুষ তাঁদের অভিনয় দক্ষতার প্রশংসা করে। সেই সাফল্যের উপর ভরসা করেই এরপর ২০০৬ সালে তৈরি হয় ‘হেরাফেরি ২’। পরিচালনার দায়িত্বে ছিলেন নীরজ ভোরা। সেই ছবিও বক্স অফিসে ভালোই ফল করে। এবার আসতে চলেছে ‘হেরাফেরি ৩’।


তবে ‘হেরা ফেরি ৩’ নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়দর্শন বলেন এই তৃতীয় পর্ব ভীষণভাবে চ্যালেঞ্জিং। কারন মানুষের এই সিনেমা নিয়ে প্রত্যাশা অনেক।পর্দায় আরও একবার অক্ষয়, পরেশ এবং সুনীলকে দেখার জন্য অপেক্ষা থাকলেও মনে রাখতে হবে তাঁদের বয়স হয়ে গেছে।কাজেই খুব স্বাভাবিকভাবেই সেই ভাবনা মাথায় রেখেই এমন গল্প লিখতে হবে যা আমার কাছে ভীষণ একটা চ্যালেঞ্জের ব্যাপার। এই মুহূর্তে প্রিয়দর্শন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’র কাজে। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার, আছেন টলিপাড়ার যিশু সেনগুপ্ত।এর পরই সম্ভবত ‘হেরাফেরি ৩’ সিনেমার কাজে হাত দেবেন প্রিয়দর্শন।

14:39