বুমরাহকে ছাড়াই নামছে ভারত? বিরাট আপডেট দিলেন গিল:

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর :

ছবি- সোশ্যাল মিডিয়া

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে।
প্রথম একাদশে একাধিক পরিবর্তন করতে হবে। এমন দল তৈরি করতে হবে, যারা ইংল্যান্ডের ২০ উইকেট নিতে পারবে।

লিডস টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে টিম ইন্ডিয়া বুমরাহকে তিনটির বেশি টেস্ট খেলাতে চায় না। কিন্তু প্রথম টেস্ট ভারত হেরে যাওয়ায় পরিস্থিতি বদলেছে।

ম্যাচের আগের দিনে সাংবাদিক বৈঠকে অধিনায়ক গিল বলে গেলেন, জসপ্রীত বুমরাহকে পাওয়া যাবে। ও ফিট। তবে ওঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে। আমরা পরে চূড়ান্ত দল ঠিক করব।

আগামীকালের ম্যাচে আমাদের চেষ্টা থাকবে যেন আমরা সেরা কম্বিনেশন নিয়ে নামি—একটি এমন দল, যারা ২০টি উইকেটও তুলতে পারবে আবার বড় রানও করতে পারবে। আমরা কালকের ম্যাচে অনেক রান করার চেষ্টা করব। আমরা পিচ দেখে ও শেষ প্র্যাকটিস সেশন দেখে প্রথম একাদশ ঠিক করব।

ভারত অধিনায়ক বলছেন, , আমরা সঠিক বোলিং করেছি। তবে বিপক্ষের সব উইকেট নিতে হবে।

ম্যাচে বুমরাহকে না পাওয়া গেলে তাঁর জায়গায় খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা বাংলার পেসার আকাশ দীপের। চোটের সমস্যায় দীর্ঘদিন ভুগেছেন তিনি

এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে বেলা সাড়ে তিনটে থেকে শুরু হবে।

10:04