বঙ্গবার্তা ব্যুরো,
বাজেট অধিবেশনের সময়ই পরিষদীয় দলের সঙ্গে বৈঠক সেরেছেন নেত্রী। এবার দলের সর্ব স্তরের নেতা – নেত্রীদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একে বৈঠক না বলে সভা বলাই ভাল। কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সভা হবে। সভায় দলের প্রায় সব স্তরের নেতা-নেত্রীদের ডাকা হবে বলে খবর। সবাইকেই আলাদা আমন্ত্রণ পত্র দেওয়া হবে। এখন জেলার নেতাদের অনেকেই সেই আমন্ত্রণ পত্র পাওয়ার অপেক্ষায়।অনেকেই আবার আশঙ্কায় রয়েছেন আমন্ত্রণ পত্র থেকে বাদ না পড়ে যান।
অনেকদিন পর আইপ্যাকের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বৃহস্পতিবার বেলা এগারোটায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা ডাকা হয়েছে।।
তৃণমূল সূত্রে খবর এই সভা থেকেই আগামী দিনে বিধানসভা ভোটে প্রচারের অভিমুখ কী হবে তা স্পষ্ট করে দেবেন নেত্রী।প্রচারে বাজেটের কোন কোন বিষয় কীভবে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে বা তুলে ধরতে হবে মমতা তা দলীয় নেতাদের স্পষ্ট করে দেবেন।
এবারের ভোটে প্রধান বিরোধী বিজেপি সর্ব শক্তি দিয়ে ঝাঁপাবে। বিশেষ করে ২৭ বছর পর দিল্লি জিতে তারা আরও বেশি করে এই রাজ্য জয়ে চেষ্টার কোনও কসুর করবে না বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর এবার বিজেপির প্রচারে বড় ভূমিকা থাকবে আর এস এসের। সংঘ প্রধান মোহন ভাগবত নজির বিহীন ভাবে এ রাজ্যে ইতিমধ্যেই একাধিক জেলা সফর করেছেন। সভা করেছেন বর্ধমানে। ফলে নেত্রীও এখন থেকে নিজের দলকে ভোটমুখী করে তুলতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। নেতাজি ইন্ডোরের সভা থেকেই নেত্রী হয়ত ভোট প্রচারের দিশা দেখাবেন।
নেতাজি ইন্ডোরের সভা থেকে কি ভোট বার্তা দেবেন নেত্রী জল্পনা দলে
