ইন্ডিয়া জোট টিকবে কি ? সন্দেহ চিদম্বরমের , স্তুতি মোদীর

PM Modi Pahalgam attack response 2025

Published By Subrata Halder, 16 May 2025, 02:43 pm

বঙ্গবার্তা ব্যুরো,
আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত ইন্ডিয়া জোট টিকে থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে, বলে সন্দেহ প্রকাশ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। তিনি বলেন বিজেপি খুবই শক্তিশালী দল। তাদের সংগঠন বিরাট। একটা মেশিনের মত কাজ করে। সেই মেশিনের পেছনে রয়েছে আরএসএস। অর্থাৎ দুটো মেশিন একসঙ্গে কাজ করছে।
এই দুই মেশিন, দেশের সমস্ত মেশিনারি কে নিয়ন্ত্রণ করে। সেটা ইডিই হোক বা সিবিআই বা নির্বাচন কমিশন। তিনি বলেন আগামী লোকসভা ভোট পর্যন্ত ইন্ডিয়া জোট টিকে থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অপারেশন সিঁদুরের পর মোদী এবং বিজেপির সঙ্গে লড়াই করা আরও কঠিন হয়ে পড়েছে। বিজেপি এখন চিদাম্বরমের এই বক্তব্য রাজনৈতিকভাবে কাজে লাগাবার চেষ্টা করছে। তাদের দাবি কংগ্রেসের মধ্যে যারা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তারাও এখন বুঝে গেছেন কংগ্রেসের কোন ভবিষ্যৎ নেই।
এর আগে কংগ্রেস নেতা এবং সাংসদ শশী থারুর, মোদীর অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। তিনি বলেছিলেন এই সিদ্ধান্ত মোদীর বিচক্ষণতার পরিচয় দেয়। তবে ইন্ডিয়া জোট নিয়ে বিরোধীদের মধ্যে কোনো ঐক্য নেই সেই চিত্র নির্বাচনের সময় থেকেই দেখা গিয়েছিল। আর এখন যত দিন যাচ্ছে,পরিস্থিতি জটিল হচ্ছে।