ধোনি প্রসঙ্গে তিক্ত অধ্যায় ফাঁস করলেন শেহওয়াগ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ধোনির সঙ্গে তিক্ত সম্পর্ক ও অবসর প্রসঙ্গে ফের মুখ খুলেছেলেন বীরেন্দ্র শেহওয়াগ। তিনি জানিয়েছেন, সেই বছরেই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। শেহওয়াগ বলেন, “২০০৭-২০০৮ সিরিজের পর আমাকে বাদ দেয় ধোনি। এরপর বেশ কিছুদিন আমাকে খেলানো হয়নি। সেই সময় মনে হয়েছিল, যদি প্রথম একাদশে সুযোগই না পাই, তাহলে ওয়ানডে খেলার কোনও মানে নেই।”

সেই বছর ত্রিদেশীয় সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও ছিল শ্রীলঙ্কা। সেই সিরিজে একেবারেই ফর্মে ছিলেন না শেহবাগ। পাঁচ ম্যাচে করেছিলেন মাত্র ৮১ রান। গড় ১৬.২০। এরপর দল থেকে বাদ পড়েন তিনি।

বীরু সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর ২০১১ সালে বিশ্বকাপ জয় অধরাই থেকে যেত যদি না সচিন তেন্ডুলকর এগিয়ে আসতেন। ২০১১ সালের আগে তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তাঁকে ওয়ান ডে দল থেকে বাদ দেন এবং সেই সময়ই ‘নজফগড়ের নবাব’ ওয়ান ডে থেকে অবসর নিয়ে নেওয়ার ভাবনাচিন্তাও করছিলেন।

এই প্রসঙ্গে শেহওয়াগ বলেন, ‘‘আমি সচিন তেন্ডুলকরের কাছে গিয়েছিলাম। বলেছিলাম, এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছি। সচিন আমাকে বলে, ‘এক দম না। আমিও ১৯৯৯-২০০০ মরসুমে এ রকম সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। তখন আমারও মনে হত, ক্রিকেট ছেড়ে দিই। খারাপ সময়টা যেমন এসেছিল, তেমন চলেও গিয়েছিল। তোরও একটা কঠিন সময় যাচ্ছে। কেটে যাবে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিও না।