বঙ্গবার্তা ব্যুরো,
উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড় বিস্ফোরনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে এর ডিভিশন বেঞ্চ আজ এক জনস্বার্থ মামলায় এই নির্দেশ দেন। আইনজীবি কৌস্তব বাগচি বলেন টিটাগড় বিস্ফোরনের পিছনে যে আসল ঘটনা লুকিয়ে আছে তা রাজ্যের নিরাপত্তার স্বার্থে প্রকাশিত হোক।
সেই লক্ষ্যেই এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আদালত ভারত সরকারকে বিষয়টির তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছে। এনআইএ তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেছে বিজেপি।