মহিলারা সামলাবেন মোদীর সোস্যাল মিডিয়া


বঙ্গবার্তা ব্যুরো,
আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রীর সমস্ত সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সামলাবেন মহিলারা। দেশের সেই সব মহিলা যাঁরা বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন তাঁরাই ওই দিন প্রধানমন্ত্রীর সোস্যাল মিডিয়া সামলাবেন।নিজের মন কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদী নিজেই এ কথা জানিয়েছেন।
২০২০ সালের ৮ জুনও তিনি একই ভাবে নিজের সমাজ মাধ্যমের দায়িত্ব সাত মহিলাদের হাতে দিয়েছিলেন। নারী দিবসে ওই মহিলারা নিজেদের জীবনের কথা, সাফল্যের কথা বলবেন।
মোদী বলেন ভারতের অদমনীয় মহিলাদের কথা শোনা দরকার। সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের যে অবদান তাকে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে স্থূলতা বেড়ে যাওয়ার প্রবণতা নিয়েও কথা বলেন। তিনি বলেন এই ওবেসিটির সমস্যা এখন খুব চিন্তার হয়ে দাঁড়াচ্ছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন প্রতি আট জনের এক জন এই ওবেসিটির সমস্যায় ভুগছেন।গত কয়েক বছর ধরেই এই সমস্যা বেড়ে চলেছে।তিনি বলেন দেশের জন্য ফিট এবং স্বাস্থ্যবান মানুষ দরকার।
এর পাশাপাশি তিনি জাতীয় বিজ্ঞান দিবস পালনের জন্য একদিন অন্তত কোনও গবেষণা কেন্দ্র কিম্বা প্ল্যানেটোরিয়াম ঘুরে দেখার আর্জি জানান।