বঙ্গবার্তা ব্যুরো,
ইডেন গার্ডেন্সে জীবনের শেষ ম্যাচ খেলার আগে ঋদ্ধিমান সাহাকে সম্বর্দ্ধনা দিল সি এ বি। সম্বর্দ্ধনা দেন বাংলার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। দলের সহ খেলোয়াড়রাও নিজেদের সই করা জার্সি তুলে দেন ঋদ্ধির হাতে। এছাড়াও তাঁকে দেওয়া হয় উত্তরীয়, পুষ্পস্তবক। তাঁর দুর্দান্ত ক্যারিয়ারের কথা উল্লেখ করেন স্নেহাশিষ। তিনি বলেন , ও অনেককে প্রেরণা দিয়েছে। ২০০৭ সাল থেকে এত বছর খেলে যাওয়া কম কথা নয়।ওর প্রতি অনেক শুভেচ্ছে রইল।
সত্যিই ঋদ্ধিমানের ক্যারিয়ার উল্লেখ করার মতো। জীবনের শেষ ম্যাচের আগে তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক তার মতো খেলোয়াড়কে কেন বার বার বঞ্চিত হতে হল। কী জাতীয় স্তরে , কী রাজ্য স্তরে। অথচ দু ক্ষেত্রেই তাঁর রেকর্ড যথেষ্ঠ ভাল। উইকেটের পিছনে তাঁর দক্ষতার জন্য তাঁকে ‘সুপারম্যান’ বলা হত। দেশের হয়ে খেলেছেন, ৪০টি টেস্ট এবং ৯টি একদিনের ম্যাচ। টেস্টে করেছেন ১৩৫৩ রান, একদিনের ম্যচে ৪১ রান। টেস্টে ক্যাচ ধরেছেন ৯২টি, স্টাম্প করেছেন ১২টি। একদিনের ম্যাচে ক্যাচের সংখ্যা ১৭, স্টাম্প একটি।
১৮ বছরের ক্যারিয়ারে ১২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।রান করেছেন ৬৪২৩। সর্বোচ্চ ২০৩।প্রথম শ্রেণির ম্যাচে ৩১৩টি ক্যাচ নিয়েছেন, স্টাম্প করেছেন ৩৭টি।ঘরোয়া ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ঋদ্ধিমানের। মাত্র ২০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।তবুও বার বার বঞ্চনা জুটেছে তাঁর। বাংলার এক কর্মকর্তার সঙ্গে বিবাদের জেরে অভিমানে বাংলা ছেড়ে দু বছরের জন্য খেলেছেন ত্রিপুরার হয়ে। ফের ফিরে আসেন বাংলায়। এমন এক বর্ণময় ক্রিকেটার বৃহস্পতিবার তাঁর শেষ ম্যাচ খেলতে নামলেন ইডেন গার্ডেন্সে।
ক্রিকেট থেকে অবসর ঋদ্ধিমান সাহার, সম্বর্দ্ধনা সিএবির

