কোচ হতে আগ্রহী ছিলেন জাভি, কিন্তু ফেডারেশনের পছন্দ অন্যজন

ভারতের কোচ হতে চেয়েছিলেন জাভি। ভারতীয় দলকে প্রশিক্ষণ দিতে জাভি আগ্রহ প্রকাশ করলেও, তাঁর কথা ভাবছেন না ফেডারেশন কর্তারা। কারণ স্পেনের বিশ্বকাপজয়ীকে কোচ করতে হলে যে টাকা দরকার, তা দেওয়া সম্ভব নয়। একটি সংবাদমাধ্যমকে ফেডারেশনের এক কর্তা বলেছেন, জাভি আগ্রহ প্রকাশ করেছিলেন। হয়তো তাঁকে রাজিও করানো যেত। কিন্তু তাঁকে জাতীয় দলের কোচ করে আনতে যে খরচ হবে, তা সামলানো কঠিন।
প্রতিবেদন অনুসারে, জাভি তাঁর নিজের ইমেল আইডি থেকে আবেদনটি পাঠিয়েছিলেন। কিন্তু অন্যান্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনের মতো, তার যোগাযোগ নম্বরের জায়গাটি খালি ছিল। ফেডারেশনের ডিরেক্টর সুব্রত পাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এটা ঠিক যে জাভির নাম সেখানে ছিল। আবেদনটি এআইএফএফ-কে ইমেল করা হয়েছিল।”

জাভির কোচিং কেরিয়ার বেশ সফল। কোচ হিসেবে তিনি যাত্রা শুরু করেন কাতারের আল-সাদ ক্লাব থেকে, যেখানে তিনি ১০০টির কম ম্যাচ খেলিয়েও ৭টি ট্রফি জিতেছিলেন। পরে তিনি বার্সেলোনার হাল ধরেন, কঠিন সময়ে ক্লাবকে সামলে নিয়ে জেতেন লা লিগা। তাঁর হাত ধরেই বার্সার পরবর্তী প্রজন্ম ফুল ফোটাচ্ছে বর্তমানে।
রবি ফাউলার ও হ্যারি কিউয়েল, ব্রাজিলের অনূর্ধ্ব ১৭ দলের কোচ কাইও জানারদি, বার্সেলোনার রিজার্ভ দলের ম্যানেজার জর্ডি ভিনিয়ালস।জামশেদপুর এফসির

06:12