Published By Subrata Halder on 4th April 2025 at 01:05pm
বঙ্গবার্তা ব্যুরো,
ওয়াকফ বিল সমর্থনের জের, ঘর ভাঙছে নীতীশ কুমারের।দলের একাধিক মুসলিম নেতা এখন দল ছাড়ার পথে। মনে করা হচ্ছে এদের অনেকেই লালুর দলে কেউ বা কংগ্রেসে যোগ দিতে পারেন। তবে তাদের ক্ষোভ বিক্ষোভ নীতীশ বা তার দল সামলে দিতে পারে কিনা তা দেখার। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ক্ষোভের প্রকাশ আসলে নিজের কোলে ঝোল টানার চেষ্টাও হতে পারে।
বিহার বিধান পরিষদের সদস্য গুলাম ঘাউস এই বিলকে মুসলিম বিরোধী বলে দাবী করেন । একই সঙ্গে দলকে এই বিলের বিরোধিতা করতে বলেন।দল শেষ পর্যন্ত বিল সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় মুসলিম নেতারা ক্ষুব্ধ হন।
গুলাম ঘাউসের পাশাপাশি আরও দুই নেতা কাশিম আনসারি এবং মহম্মদ নওয়াজ আনসারি বৃহস্পতিবারই দল ছাড়ার কথ ঘোষণা করেছেন। তবে তাঁরা কোন দলে যোগ দেবেন তা স্পষ্ট করেন নি।তবে গুলাম ঘাউস এখনও দল ছাড়ার কথা ঘোষণা করেন নি।
তবে এই প্রথম নয়, এর আগেও ওয়াকফ বিতর্কের মাঝে জেডিইউ এর প্রাক্তন রাজ্যসভা সাংসদ আলি আনোয়ার দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
এখন প্রশ্ন বিহারে বছর শেষে বিধানসভা নির্বাচনে এর প্রভাব কতটা পড়বে। বিহারে মুসলিম ভোটের হার নেহাত কম নয়। যদি তারা জেডিইউ এর দিক থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আজীবন সেকুলার রাজনীতি করে নীতীশকে শেষ বলায় সনাতনী স্রোতে গা ভাসাতে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।