বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- বিসিসিআই ফেসবুক পেজ
বুধবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। ভারতীয় দল ঘোষণা করেন টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর। নেতৃত্বে সূর্যকুমার তাঁর ডেপুটি শুভমান গিল। । ১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। এই তালিকায় আছেন প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল।
ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। দু’জন পেসার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবের পাশাপাশি এক জন স্পিনার অলরাউন্ডার অক্ষরকে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তী ও বিশেষজ্ঞ পেসার হিসাবে জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং খেলতে পারেন।
যশস্বী বা শ্রেয়স আইয়ার কেন বাদ পড়লেন? এই প্রসঙ্গে মুখ্য নির্বাচক বলেন, “যশস্বীর বিষয়টা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা দেখেছি অভিষেক শর্মা কীরকম খেলেছে। তাছাড়া ও বল করতে পারে। যেটা অধিনায়ককে অনেক সাহায্য করে। শ্রেয়সের ক্ষেত্রেও বলতে পারি, এই বাদ পড়ায় ওর কোনও দোষ নেই। কিন্তু আমরা মাত্র ১৫ জনকেই খেলাতে পারব।”
গিলকে কেন নেওয়া হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন অজিত আগরকর। তিনি বলেন, “ও আমাদের সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। গিল টি২০ দলে নিয়মিত ছিল। কিন্তু মাঝে টেস্টের দিকে মন দিতে গিয়ে কয়েকটা সিরিজ খেলেনি। ওকে আবার ফেরানো হয়েছে।”
এশিয়া কাপের ঘোষিত দল-সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক) সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, জিতেশ শর্মা, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।