কুম্ভের জল দূষনের চর্চা পিছু ছাড়ছে না যোগীর


বঙ্গবার্তা ব্যুরো,
প্রথমে ন্যাশানাল গ্রীন ট্রাইবুনাল, এবার দেশের জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব। কুম্ভের জল দূষণ নিয়ে চর্চা যেন থামছেই না। ন্যাশানাল গ্রীন ট্রাইবুনাল তাদের রিপোর্টে জানায় ত্রিবেণী সঙ্গমের জল স্নান করার উপযুক্ত নয়। পরিবেশ আদালত এই নিয়ে রিপোর্ট চেয়ে পাঠায়। যদিও এই সব রিপোর্টকে বিরোধীদের চক্রান্ত বলে উড়িয়ে দিতে সময় নেন নি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ বিধানসভায় তিনি এই অভিযোগ তোলার জন্য বিরোধীদের কাঠগোড়ায় তোলেন। তাতেও বিতর্ক থামে নি।
এবার কুম্ভের জল দূষণ নিয়ে সমাজ মাধ্যমে কটাক্ষ করলেন সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব বিশাল দাদলানি। নিজের টুইটে বেশ মজা করেই যোগীকে নিয়ে ঠাট্টা করেছেন বিশাল। তিনি লিখেছেন, স্যার যারা নিন্দে করছে তাদের কথায় কান দেবেন না। আমরা আপনাকে বিশ্বাস করি। এক কাজ করুন আপনি নিজেই কুম্ভের জল তুলে পান করুন এবং তার ছবি তুলে পোস্ট করে দিন। তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। তিনি এখানেই না থেমে আরও লিখেছেন, আপনার যদি আমাশা, কৃমি বা কলেরার ভয় না থাকে তাহলে বুঝতে হবে আপনি সত্যিই বিশেষ ক্ষমতাধর। দয়া করে আপনি এগিয়ে যান এবং নিজের পরিবারকে নিয়ে এই নর্দমায় ডুব দিন।
কুম্ভ নিয়ে এই প্রথম নয় আগেও এমন কড়া মন্তব্য করেছেন বিশাল। কুম্ভে পদপিষ্টের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেছিলেন রণবীর এলাহাবাদীর মন্তব্য নিয়ে সবাই কথা বলছেন কিন্তু কুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে কারুরু কোনও জিঙ্গাসা নেই।