চার নম্বরে খেলা সহজ করে দিয়েছ, বললেন কোহলি

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি সোশ্যাল মিডিয়া

কয়েকদিন আগেই আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চেতেশ্বর পূজারা। ভারতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন পূজারা ও কোহলি। তাঁর গোটা আন্তর্জাতিক কেরিয়ারই বিরাটের সঙ্গে খেলেছেন। টেস্টে পূজারা ব্যাট করতেন ৩ নম্বরে আর বিরাট ৪ নম্বরে। দুজনে ভারতের হয়ে বহু ম্যাচ জিতেছেন।

অবসরে পর এবার পূজারা প্রসঙ্গে মুখ খুললেন বিরাট কোহলি। কোহলি নিজের সোশ্যাল মিডিয়ায় পূজারার সঙ্গে পুরনো একটি ছবি ভাগ করে নিয়েছেন।সঙ্গে কোহলি লিখেছেন, ‘‘চার নম্বরে (ব্যাটিং অর্ডারের) আমার কাজ সহজ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ পুজ্জি (পূজারাকে এই নামে ডাকেন সতীর্থেরা)। তোমার ক্রিকেটজীবন দুর্দান্ত। তোমাকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য তোমাকে শুভেচ্ছা। ঈশ্বর মঙ্গল করুন।’’

ভারতীয় দলের আরও এক প্রাক্তনী আর অশ্বিনও মনে করেন পূজারার জন্যই বিরাটের খেলা সহজ হয়ে গিয়েছিল ।অশ্বিন বলেন, তিন নম্বরে পূজারার উপস্থিতি কোহলিকে অনেকবার স্বাধীনভাবে খেলার সুযোগ দিয়েছে। বিরাট বিশ্বাস করতেন, পূজারার ধৈর্য এবং তাঁর ব্যাটিং স্টাইল ভারতীয় ইনিংসে স্থিতিশীলতা এনেছে, যা পরে আসা ব্যাটাদের রান করার জন্য সঠিক পরিবেশ দিয়েছে।

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল পূজারার।জাতীয় দলের জার্সিতে ১০৩ টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। । ১৯টা শতরান এবং ৩৫টা অর্ধশতরান আছে তাঁর।