পানশালায় মদ্যপান থেকে বচসা মালিক কে গুলি করে পালাল যুবক

Published By Subrata Halder, 14 June 2025, 02:42 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
দমদমে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি পানশালার ম্যানেজার, ঘটনায় আটক এক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রুদ্র নামে পানশালার ম্যানেজার। সূত্রের খবর, গতকাল মধ্যরাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে এক পানশালায় মদ্যপান করছিলেন স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিটু দাস নামে এক দুষ্কৃতি। সেই সময় পানশালার ম্যানেজারের সাথে তার বচসা বাধে। এরপরেই তাকে পানশালা থেকে বের করে দেওয়া হয়। অল্প সময় পরেই বিটু আগ্নেয়াস্ত্র জোগাড় করে অপেক্ষা করতে থাকে বাইরে এবং যেই মূহুর্তে পানশালার ম্যানেজার রুদ্র পানশালা থেকে বেরিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়তে আসে। তাকে লক্ষ্য করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে রুদ্র নামে ওই দুষ্কৃতি। এরপরেই চম্পট দেয় সেখান থেকে । ঘটনার খবর পেয়েই পৌছায় দমদম থানার পুলিশ। তড়িঘড়ি পুলিশ পানশালার ম্যানেজারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রের খবর,ওই ঘটনায় ২ থেকে ৩ রাউণ্ড গুলি চলে। এই ঘটনায় বিটুর এক সহযোগীকে আটক করেছে দমদম থানার পুলিশ। ধৃতকে শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাকে হেফাজতে নিয়ে বিটুর সন্ধান চালানো হবে বলে পুলিশ সূত্রে জানিয়েছে।