Postade By Subrata Halder on 30th March 2025 ,05:39 Pm
পীযূষ চক্রবর্তী,
বিয়ের মাত্র দেড় মাস পরেই যুবতীর রহস্য মৃত্যু। বেহালার পর্ণশ্রী থানার পাঠকপাড়া রোডের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি বাড়ি থেকে ওই গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যার ফলে ব্যাপক উত্তেজনা দেখা দেয় ওই এলাকায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতার শ্বশুর বাড়ির লোকজন অবশ্য দাবি করেছেন ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
জানা গিয়েছে, মাস দেড়েক আগে পূজা সিং নামে বছর আঠাশের ওই যুবতীর বিয়ে হয় তথ্য প্রযুক্তি কর্মী মুকেশ সিংয়ের সঙ্গে। বিয়ের পর থেকে অবশ্য বেশ সুখেই সংসার করছিলেন পূজা। আত্মঘাতী হওয়ার আগে শনিবার রাতে স্বামীকে ভিডিয়ো কল করেছিলেন তিনি। তবে মুকেশের সঙ্গে ফোনে পূজার কী কথা হয়েছিল তা অবশ্য কেউ জানেন না। পুলিশ পরিবারের লোকজনের পাশাপাশি মুকেশের সঙ্গেও কথা বলছে। স্বামী– স্ত্রীর মধ্যে কোনও অশান্তি হয়েছিল কিনা বা পারিবারিক অশান্তির কারণে এই আত্মহত্যা কিনা পুলিশ তাও খতিয়ে দেখছে।