বেহালার পর্নিশ্রীতে পিটিয়ে খুন যুবককে, আহত ১ হাসপাতালে

Published by Subrata Halder, 22 June 2025, 07:18 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
নকল সোনা বিক্রি করার অভিযোগে বেহালার পর্নশ্রী থানা এলাকার শক্তি নাথ উদ্যানের কাছে গণপিটুনিতে সোনা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত এক। থানা থেকে ১৪ কিলোমিটার দূরত্বে এই ঘটনা দেখিয়ে দিচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র। তবে এই ব্যাপারে স্থানীয় মানুষ বা পুলিশের তরফে কেউ মুখ খুলতে রাজি নয়। সূত্রের খবর মাহিন্দার সিং নামে এক ব্যক্তি নকল সোনা বিক্রি করেছেন বলে অভিযোগে তাকে ও তার সঙ্গীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। শক্তি নাথ উদ্যানের কাছে ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে তাদের বেধড়ক মারা হয়। গণ প্রহারে মৃত্যু হয় মহিন্দরের। মহিন্দর কে বাঁচাতে গিয়ে তার এক আত্মীয় দীপক সিং ও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। গণপিটুনির স্থলটিকে ঘিরে রেখেছে পুলিশ। রয়েছে প্রহরা।

10:35