Upload By K. Halder at 18th March 2025, 07:53 AM
বঙ্গবার্তা ব্যুরো,
একসময়ের বন্ধু ভারতকে ছেড়ে ক্রমেই পাকিস্তানপন্থী হয়ে উঠছে ইউনূসের বাংলাদেশ। পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দিলেন মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
জুলাই আন্দোলন ও তার পরবর্তী শেখ হাসিনা সরকারের পতনের পর এক সময়ের শত্রু পাকিস্তান হয়ে উঠতে চলেছে বাংলাদেশের কাছের বন্ধু। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রধান উপদেষ্টা জানান, কিছু বাধা আছে কিন্তু সেগুলি কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। অতীতের নানা বিষয় উল্লেখ করে তারা দুই দেশের যে বিশাল বাণিজ্য সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে সহমত হন দুজনেই।
প্রধান উপদেষ্টা ইউনুস নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং কায়রোতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করে বলেন, দ্বিপাক্ষীক সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে এগুলি। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । পাক বিদেশ সচিবের আশা এপ্রিলের শেষ দিকে পাক উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করবে। এদিন রাজধানী ঢাকায় বাংলাদেশ পাকিস্তান বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদেশ সচিব মোহম্মদ জসিমউদ্দিন।