Upload By K. Halder at 26th April 2025, 01:22 PM
বঙ্গবার্তা ব্যুরো,
আবার কথা হবে জেড আন্টির সঙ্গে। খুশি তার অনুরাগীরা। খুশি আন্টিও। কথা না বলে তিনি থাকতে পারেন না। বেশকিছু দিন সেই কথাই বলা হচ্ছিল। এবার আবার সব কিছু স্বাভাবিক হবে। কথা হবে রোজ। জেড আন্টি নিজেই এ কথা জানিয়েছেন। ও, জেড আন্টির পরিচয়টাই তো দেওয়া হয়নি। তিনি সকলের প্রিয় জিনাত আমন। কিছুদিন ছিলেন হাসপাতালে।
জিনাত আমনকে তার অনুরাগীরাই জেড আন্টি বলে সম্বোধন করে। নতুন নাম পেয়ে বর্ষীয়ান এই অভিনেত্রীও খুশি। সমাজ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। কিছুদিন তার খোঁজ না পাওয়ায় অধৈর্য হয়ে উঠছিলেন তার অনুরাগীরা। চিন্তায়ও ছিলেন, কী হল তার?
জিনাত নিজেই জানিয়েছেন , তার চোখে অস্ত্রোপচার হয়েছে। তাই সমাজ মাধ্যম থেকে সাময়িক দূরে ছিলেন। এখন আবার অনুরাগী এবং পোষ্যদের মাঝে ফিরে আসবেন।