অস্কারের টিমে আরও এক বাঙালি, ইস্টবেঙ্গলে নতুন অধ্যায় শুরু সন্দীপের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

নতুন মরশুমের জন্য জোর কদমে দল গঠন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। বিগত কয়েক মরশুমে ভালো দল গঠন না হওয়ার জন্য সাফল্যের মুখ দেখেনি লাল হলুদ শিবির। এবার যাতে সেই পুনরাবৃত্তি না হয় তার জন্য মরশুমের শুরুতেই কোমর বেঁধে নেমেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

শুধু ভালো ফুটবলার নেওয়াই নয়, ডাগ আউট যাতে শক্তিশালী হয় তার জন্য উদ্যোগী হয়েছে ইস্টবেঙ্গল। আগামী মরশুমেও অস্কার ব্রুজোই কোচ থাকছেন। এবার লাল হলুদ শিবিরে আরও এক বাঙালিকে দেখা যাবে। তিনি সন্দীপ নন্দী, ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক। তিনিও কোচিং স্টাফে নিযুক্ত হলেন।

একটা সময় লাল হলুদ জার্সিতে খেলেছেন। সন্দীপ নন্দী ফিরে এলেন তারই পুরনো ক্লাবে। তবে এবার তার ভূমিকা বদলে গেল। এবার তিনি অস্কার ব্রুজোঁর দলের গোল রক্ষক কোচ। ফুটবলারের পাশাপাশি কোচিংয়ের অভিজ্ঞতা ও আছে তার।

দেশের হয়েছে খেলেছেন ৫৪ টি ম্যাচ। তাছাড়া জিতেছেন জাতীয় লিগ, আই লিগ। ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। সেই সন্দীপ নন্দী ইস্টবেঙ্গলের মূল দলের গোলকিপার কোচ। দেশের একাধিক ক্লাবে সাফল্যের সঙ্গে গোলরক্ষক কোচ হিসেবে কাজ করেছেন। সেই তালিকায় রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, রাজস্থান ইউনাইটেড। সেখান থেকে ইস্টবেঙ্গলে। দেবজিত, গিলদের প্রশিক্ষণ দেবেন সন্দীপ নন্দী।