পীযূষ চক্রবর্তী
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জফ্রেমে অনুমতি দিল স্বাস্থ্য ভবন। সন্দীপের বিরুদ্ধে চার্জফ্রেমের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তার প্রেক্ষিতেই অবশেষে মিলল স্বাস্থ্য ভবনের অনুমতি। আরজি কর কাণ্ডে দুটি পৃথক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একটি মামলায় আরজি কর কাণ্ডে নথি নষ্ট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে হাসপাতালে দুর্নীতিরও একটি মামলা রয়েছে। ইতিমধ্যেই একটি মামলায় জামিন পেয়েছেন সন্দীপ। তবে অপর মামলার জন্য এখনও তিনি জেলবন্দি।
প্রসঙ্গত, আরজি কর মামলায় গত বছরের নভেম্বরে চার্জশিট জমা দেয় সিবিআই। ওই মামলায় ৯০ দিনের মধ্যে সন্দীপের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় জামিন পেয়ে যান আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। স্বাস্থ্য ভবন এনওসি না দেওয়ায় ঝুলেছিল চার্জগঠন। সুপ্রিম কোর্টে সেটি উল্লেখ করেছিলেন সিবিআইয়ের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা। এনওসি না দেওয়ায় সরব হয়েছিল বিরোধী চিকিৎসক সংগঠনগুলি। পরে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি হাই কোর্টে মামলা দায়ের করেন।