বঙ্গবার্তা ব্যুরো,
এ বছর লিলুয়ায় বসন্ত উৎসব হচ্ছে না। একথা আগেই জানিয়েছিলেন ইমন চক্রবর্তী। বিশেষ কিছু কারণে সেই অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। প্রতি বছরই ইমন লিলুয়ার মানুষদের জন্য এই বসন্ত উৎসব আয়োজন করেন । এবার তা সম্ভব না হওয়ায় বিকল্প হিসেবে অপেরা শো করতে চলেছেন শিল্পী।নিজের সমাজ মাধ্যমে এ কথা জানিয়েছেন শিল্পী। অনুষ্ঠানের নাম দিয়েছেন তোমায় আমায় মিলে। ২২ এবং ২৩ মার্চ এই অনুষ্ঠান হবে।
বিদেশে বেড়াতে গিয়েই এই অপেরা শোকরার ইচ্ছে জাগে শিল্পীর। লন্ডনে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে তিনি এ রকম অপেরা শো দেখেছেন। খুবভাল লাগে তাঁদের। তারপরেই কলকাতায় এই ধরণের শো করার পরিকল্পনা নেন।
তাঁর অপেরা শোয়ে গানের পাশাপাশি নাচ, অভিনয় সব কিছুই থাকবে। তবে কোনও বিখ্যাত শিল্পীকে তিনি আনবেন না। তাঁর কাছে যারা শেখেন তারাই অপেরা শোয়ে অনুষ্ঠান পরিবেশন করবে। অপেরায় নিজে শিল্পী হিসেবে নয় একজন সংস্কৃতী মনস্ক ব্যক্তি হিসেবে থাকবেন।
বসন্ত উৎসবের বিকল্প নজরুল মঞ্চে অপেরা শো সঙ্গীত শিল্পী ইমনের
