এবার যানজটে রেকর্ড তৈরি হলো কুম্ভস্নানে প্রয়াগরাজে

বঙ্গবার্তা ব্যুরো,
ভুক্তভুগীরা বলছেন দীর্ঘ প্রায় ৩০০ কিলোমিটার জূড়ে যানজট। এগোনোই যাচ্ছে না। বারো ঘন্টা নিজেদের গাড়িতে বসে থাকতে হয়েছে। পুলিশ প্রশাসন মাইকে প্রচার করছেন আর এগোবেন না বাড়ি ফিরে যান। প্রয়াগরাজের দিকে এতবড় যানজট আগে কখনও দেখা যায় নি বলেই দাবি। এই যানজটকে কেউ কেউ বিশ্বের দীর্ঘতম যানজট বলেও দাবি করছেন।
মাঘী পূর্ণিমার দিন মহাকুম্ভে যাওয়ার জন্য লাখো লাখো পুণ্যার্থী প্রয়াগরাজের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বুধবার মাঘী পূর্ণিমা। সেই দিন প্রয়াগরাজের সঙ্গমে পূণ্য স্নানের ইচ্ছেতেই বিপুল সংখ্যার মনুষ সেদিকে রওনা হয়েছেন। কিন্তু বিহারের সীমানা পেরতেই পড়েছেন যানজটে। যতদূর চোখ যায় শুধু গাড়ির লম্বা সারি। বহু অ্যাম্বুল্যান্সও আটকে পড়েছে। কখন তাদের রাস্তা দেওয়া সম্ভব হবে পুলিশ প্রশাসনও তা নিয়ে চিন্তায় রয়েছেন। যানজট আরও যাতে না বাড়ে তাই পুণ্যার্থীদের ফিরে যেতে অনুরোধ করছে পুলিশ।
উত্তরপ্রদেশের কাটনি থেকে প্রয়াগরাজ পর্যন্ত রাস্তার দৈর্ঘ প্রায় ৩০০ কিলোমিটার । এই পুরো রাস্তাতেই গাড়ির সারি। এর ওপর মধ্যপ্রদেশ এবং বিহার থেকে প্রয়াগরাজগামী রাস্তাগুলিও গাড়িতে অবরুদ্ধ। পুলিশ জানাচ্ছে হয় বাড়ি ফিরে যান নাহলে স্থানীয় ভাবে কোথাও আশ্রয় নিন।
এই সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছে বিমান সংস্থাগুলি। সাধারণ মানুষ তো দূরের কথা বহু সচ্ছল মানুষও বিমানের টিকিট পাচ্ছেন না। ফলে চাপ পড়েছে প্রয়াগরাজগামী ট্রেন গুলিতে।ওইসব ট্রেনে মানুষ উপছে পড়ছে। যাঁরা টিকিট পাননি তাঁরা নিজেদের মতো ব্যবস্থা করে গাড়ি, ট্রাক, টেম্পো যা পাচ্ছেন তাতে করেই প্রয়াগরাজ পৌঁছতে চাইছেন।