ট্রাম্প-জেলেনেস্কি উত্তপ্ত বৈঠকের পর ফের, ইউক্রেন যুদ্ধ থামাতে এবার সৌদিতে আলোচনা

বঙ্গবার্তা ব্যুরো,
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এ বার সৌদি আরবে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ট্রাম্প প্রশাসন। সোমবার সৌদি যাচ্ছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও। সেখানেই ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রুবিওর। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগ্বিতণ্ডার পর ফের বৈঠকে বসতে চলেছে দুই দেশ।


সোজা কথায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে বিশ্ব রাজনীতি আর সোজা পথে হাঁটছে না। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন বাগ্বিতণ্ডার পর জেলেনস্কি বিশেষ সফরে গিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করেছেন, সম্মেলেনে যোগ দিয়েছেন। ইউক্রেন সহ নিজেদের ভবিষ্যৎ নিয়ে ইউরোপের দেশগুলো একের পর সম্মেলন করে চলেছে।তবে ডোভাল হাউসে ওই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তিনি যে ‘অনুতপ্ত’ তা স্বীকার করে নিয়ে রাশিয়ার সঙ্গে সংঘর্ষবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে ফের আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনেস্কি। এই আবহে সৌদিতে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ট্রাম্পের বিদেশসচিব।এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মার্কিন নীতিতে বড় পরিবর্তন এনে কিয়েভের প্রতি সমর্থন কমিয়ে মস্কোর সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করে চলেছেন।এমন পরিস্থিতিতে সৌদি আরবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার টেবিলে বসলেও শান্তির পথ কতটা খুলবে তা অনিশ্চিত।