ত্রাসের বাংলাদেশে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শাওন

পীযূষ চক্রবর্তী,
নৈরাজ্যের বাংলাদেশে রেহাই পাচ্ছেন না কেউ। বুধবার রাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঢাকার ধানমন্ডির বাড়ি। একের পর এক আওয়ামী লীগ নেতা ও প্রাক্তন মন্ত্রীর বাড়ি ভেঙে পুড়িয়ে দেওয়া হয়। রেহাই পেলেন না বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীকে গ্রেফতার করেছে মহম্মদ ইউনূসের পুলিশ। বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী শাওনকে। পাশাপাশি অভিনেত্রীর জামালপুরের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনই খবর বাংলাদেশের সংবাদমাধ্যমের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস সরকারের কঠোর সমালোচক শাওন। একাধিক বার ইউনূস সরকারের বিরুদ্ধে মুখও খুলেছেন। সোশ্যাল মিডিয়াতেও তাকে মুখ খুলতে দেখা গেছে। শেখ হাসিনার সম্পর্কে তিনি প্রশংসা করতেন। সেই কারণেই শাওনকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন অভিনেত্রী। শাওনের গ্রেফতারের পর ফের একবার ইউনূস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । এর আগে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করা হয় ইস্কন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। তখন থেকেই বাংলাদেশের বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছিল। শাওনের গ্রেফতারী সেই প্রশ্নই আর এক বার তুলে দিল।