পীযূষ চক্রবর্তী,
ফের উত্তপ্ত বাংলাদেশ। এবার বাংলাদেশের কক্সবাজারের বিমানঘাঁটিতে হামলা দুষ্কৃতীদের। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই বিমান ঘাঁটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। যার জেরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই দুষ্কৃতীদের চলছে গুলির লড়াই। এখনও পর্যন্ত দুষ্কৃতী হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও বেশ কয়েক জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। সেখানে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি রয়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর-এর বিবৃতি অনুযায়ী, ওই বিমানঘাঁটির একেবারে পাশেই সমিতি পাড়ায় কিছু দুষ্কৃতী সোমবার দুপুরে হঠাৎই হামলা চালায়। তাদের সঙ্গে ছিল প্রায় শ’দুয়েক লোক। কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতীরা বিমানবন্দরের গেট ভেঙে ফেলার চেষ্টা করে। এলোপাথাড়ি ইট পাটকেল ছুড়তে থাকে। দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় স্থানীয় ব্যবসায়ী শিহাব কবীর নাহিদ (৩০)। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বেশ কিছু দুষ্কৃতী বিমানঘাঁটির ভেতরে লুকিয়ে পড়ে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী।

জানা গিয়েছে, বিয়াম স্কুলের পাশে বিমানবাহিনীর চেকপোস্ট থেকে স্থানীয় এক ব্যক্তির মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় বিমানবাহিনীর প্রভোস্ট কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঘাঁটির ভেতরে নিয়ে যাওয়া হয়। তখনই সমিতি পাড়ার কিছু দুষ্কৃতী প্রায় ২০০ জন স্থানীয় লোকজনকে নিয়ে বিমানবাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হয়। বিমানবাহিনীর সদস্যরা বাধা দিতে গেলে তখন তাদের উপর আক্রমণ চালায় ওই দুষ্কৃতীরা।
বাংলাদেশ সূত্র..