বঙ্গবার্তা ব্যুরো,
বিজেপির অন্তর্দ্বন্দ্ব বেড়েই চলেছে। দক্ষিণ কলকাতার জেলে সভাপতি অনুপম ভট্টাচার্যের অনুগামীর মুখে কালি লেপে দেওয়ার পর এবার তাঁর বিরুদ্ধে পোস্টারে ছেয়ে দেওয়া হয়েছে সল্টলেক অফিসে। দলের রাজ্য নেতারা এই নিয়ে প্রকাশ্যে এখনও কোনও প্রতিক্রিয়া জানান নি। রবিবার দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যকে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান ছিল। সেখানেই বিজপির বিক্ষুব্ধ গোষ্ঠী অনুপমের বিরুদ্ধে নানা অভিযোগ তুললে তা নিয়ে শুরু হয় বিবাদ। পরে তা চেয়ার ছোঁড়াছুঁড়ি রূপ নেয়। অনুপম ভট্টাচার্যকে বাঁচাতে গেলে একজনের মুখে কালি মাখিয়ে দেওয়া হয়।
এই ঘটনার পরেও দলের দ্বন্দ্ব কমার কোন চিহ্ন নেই। বুধবার বিধাননগরে বিজেপির পার্টি অফিসের বাইরে অনুপমের বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়েছে। সেখানে অনুপমকে তৃণমূলের দালাল বলে উল্লেখ করা হয়েছে। তাঁকে দ্রুত পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানিয়েছেন যাঁরা এইসব কাণ্ড ঘটাচ্ছেন তাঁরা অন্য কোনও দলের মদতে এসব করছেন কিনা পর্টি তা খতিয়ে দেখবে।
মুখে কালির পর এবার পোস্টারে গালি, বিজেপি নেতার নামে

