বঙ্গবার্তা ব্যুরো,
মহিলাদের অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো ভারত।কোনও ম্যাচ না হেরেই অনূর্দ্ধ ১৯, টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় মহিলা দল। সুপার সিক্সের ম্যাচে দাপট বজায় রেখেই সেমিফাইনালে উঠল তারা।
প্রথম ব্যাট করতে নেমে মাত্র ৬৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের ঘূর্নি বলের সামনে তাদের কোনও ব্যাটসমানই দাঁড়াতে পারেনি। কিছুটা সামলে দেয় তাদের অধিনায়ক সুমাইয়া আখতার। ২১ রানে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশকে কম রানে আউট করার পিছনে ভারতের স্পিনার বৈষ্ণবী শর্মা বড় ভূমিকা নেন। তাঁর ঘূর্নি বলের সামনে বাংলাদেশের কেউ টিকে থাকতে পারে নি। বৈষ্ণবী চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। বৈষ্ণবীই চম্বলের প্রথম মহিলা ক্রিকেটার।নিজের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তিনি হ্যাট্রিক সহ পাঁচ উইকেট নেওয়ার নজির তৈরি করেছিলেন।
বাংলাদেশের ৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র সাত দশমিক এক ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। আট উইকেটে জিতে যায় তারা। এর ফলে গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার বে সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে গেল ভারত। অন্যদিকে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।