বঙ্গবার্তা ব্যুরো,
ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হল রাশিয়া।তবে তাঁর দাবি যুদ্ধবিরতিতে সংঘাতের মূল কারণগুলোর সুরাহা করতে হবে। পাশাপাশি অনেক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত।কিন্তু এমন যুদ্ধবিরতি চাই যাতে দীর্ঘমেয়াদি শান্তির দিকে যাওয়া যায় এবং এই সংকটের মূল কারণগুলো দূর হয়।’
এক সূত্র জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ ইউক্রেনে যুদ্ধবিরতির ওয়াশিংটনের পরিকল্পনা উপস্থাপনের জন্য মস্কোতে রয়েছেন। এদিকে, কিয়েভকে যুদ্ধ থেকে সাময়িক স্বস্তি দেয় এমন কোনো “তাড়াহুড়ো” করা চুক্তি না করতে সতর্ক করেছে ক্রেমলিন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, এই ধারণার প্রতি রাশিয়ার এখনও সরকারিভাবে সাড়া না দেওয়া প্রমাণ করে যে তারা শান্তি চায় না।
গত বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, তিনি আশা করেন, ক্রেমলিন ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হবে। ইতিমধ্যে ইউক্রেন এতে সমর্থন জানিয়েছে। যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন।
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও শর্ত চাপাল রাশিয়া, চাইলেন দীর্ঘমেয়াদী শান্তি
